ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:২২
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

হত্যা দাবি পরিবারের

ফেনীতে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে প্রান গেল দুই শিশুর 

ফেনীতে ঘুমন্ত অবস্থায় মাইদুল ইসলাম শাহাদাত ও রাহাদুল ইসলাম গোলাপ নামে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে তাদের হত্যা করা হয় বলে দাবি করেছেন।মঙ্গলবার দিনগত রাতে শহরের ৪ নং ওয়ার্ড মধ্যম বিরিঞ্চি ফকির বাড়ির রনি হোসেনের বাসায় এ ঘটনা ঘটে।
নিহত শাহাদাত সপ্তম ও গোলাপ দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।পুলিশ তাদের লাশ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সুত্রে জানা গেছে , রাতে খাবার খেয়ে রনি ও তার স্ত্রী এক রুমে আর তাদের দুই সন্তান শাহাদাত ও গোলাপ পাশের রুমে ঘুমি পড়েন। দিনগত রাত ১টার দিকে দুই সন্তানের রুমে আগুন লাগে।এসময় সন্তানদের চিৎকারে বাবা-মা টের পেয়ে তারা ও প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করেন।তাদের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও দুই শিশু মারা যায়।
রনির বড় ছেলে শাহাদাতের দগ্ধ লাশ  খাটের ওপর থেকে ও ছোট ছেলে গোলাপকে খাটের নিচ থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে গোলাপও মারা যায়।পূর্ব বিরোধের জেরে পেট্রল ঢেলে পাশের বাড়ির প্রতিপক্ষরা আগুন লাগিয়েছে বলে দাবি করেছেন পরিবার।
নিহত দুই শিশুর বাবা রনি বলেন, কিছুদিন আগে পারিবারিক কবরস্থানে অনুমতি ছাড়া প্রতিবেশী জনি আর আনোয়ার তাদের এক স্বজনের লাশ দাফন করতে গেলে কথা কাটাকাটি হয়। এরপর থেকেই দফায় দফায় আমাদের দেখে নেওয়ার হুমকি দেন তারা।এর জেরেই তারা এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo