বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ফেনীতে অনশন কর্মসূচি পালিত হয়েছে।শনিবার সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত ফেনী শহরের ইসলামপুর রোডস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়েছে।কর্মসূচীতে দুপুর ২টার দিকে জুস খাইয়ে অনশন ভাঙ্গান দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে অনশনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক এম এ খালেক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, পৌর সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞা, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক খোন্দকার নাসির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন ও সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ প্রমুখ অংশ নেন।