ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৪
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

দেশের উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ বলেছেন, দেশের উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে। এই এলাকা (নড়াইলের লোহাগড়া) আমার পূর্বপুরুষের ভিটা, আমি নাড়ির টানে এখানে বার বার ফিরে আসি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে।রোববার দুপুর সাড়ে ১২টায় নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মধুমতী নদীর তীরে করফা গ্রামে তার বাবার নামে সদ্য নির্মিত মরহুম অধ্যাপক শেখ মো. রোকন উদ্দিন আহমেদ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনের পর তিনি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি কৃষ্ণচুড়ার গাছ রোপন করেন। একই কমপ্লেক্সে তিনি একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo