ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৬
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফেনীতে বিপন্ন প্রজাতির হনুমান উদ্ধার, গ্রেফতার ২ 

 ফেনীতে বিপন্ন প্রজাতির ৩টি মুখপোড়া হনুমান উদ্ধার করেছে পুলিশ। এসময় লাইসেন্স বা পারমিট ছাড়া বিপন্ন প্রজাতি বিক্রি ও পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় সোনাগাজীর বক্তারমুন্সি গ্রামের মৃত মোহাম্মদ কামাল উদ্দিনের ছেলে মো. সুজন উদ্দিন (২৪) এবং নোয়াখালীর চাটখিল উপজেলার বেলিয়া গ্রামের শামসুল আলমের ছেলে মো. শাকিলকে গ্রেফতার করা হয়। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে শনিবার রাতে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকা থেকে হনুমানগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩টি মুখপোড়া কালো হনুমান উদ্ধার করে  ফেনী মডেল থানা পুলিশ। এসময় লাইসেন্স বা পারমিট ছাড়া বিপন্ন প্রজাতির হনুমান বিক্রি ও পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে ফেনীর  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) থোয়াই অং প্রু মারমা জানান, হনুমানগুলোকে চট্টগ্রামের বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে কক্সবাজার ডুলা হাজরা সাফারি পার্কে অবমুক্ত করা হবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo