ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৭:২৬
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফেনী মডেল থানা পরিদর্শনে আইন বিভাগের শিক্ষার্থীরা

ফেনী মডেল থানা পরিদর্শনে গিয়েছেন ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরা। রোববার থানার কনফারেন্স রুমে ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগ ও ফেনী মডেল থানার যৌথ উদ্যোগে ফৌজদারি বিচারিক প্রক্রিয়ায় পুলিশী তদন্তের উপর একটি লেকচারেও অংশ নেন শিক্ষার্থীরা।

ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে ওই লেকচারের বক্তা হিসাবে বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনা প্রদান করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা।

এসময় তদন্ত চলমান প্রক্রিয়ায় যেসব নথিপত্র তৈরী করতে হয় এবং তদন্ত কিভাবে সম্পন্ন করতে হয়, পাশাপাশি আদালতের সাথে কিভাবে সংযোগ স্থাপন করতে হয় তার বাস্তবিক বিষয়গুলো শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগ তাদের শিক্ষা কার্যক্রমে বরাবরের মত ব্যাতিক্রমী ধারা বজায় রাখে। শিক্ষার্থীদের প্রায়োগিক জ্ঞান অর্জন করতে নানা উদ্যোগ নিয়ে থাকে এবং এরই ধারাবাহিকতায় আজকের এই সেশন।

এই লেকচারের মাধ্যমে শিক্ষার্থীরা ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল স্টেজে তদন্ত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বাস্তবিক জ্ঞান অর্জন করবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo