ফিলিস্তিনের জনগণের ওপর ইসরাইলের নির্বিচারে হামলার প্রতিবাদে ফুলগাজী উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সর্বস্তরের উলামায়ে কেরাম ও তাওহিদী জনতার আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকেলে ফুলগাজী বাজারের জিরো পয়েন্ট এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, নুরপুর মাদ্রাসার মোহতামেন নুরুল্লার সভাপতিত্বে উপজেলা মসজিদের খতিব আবদুল মতিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ফুলগাজী আশ্রাফিয়া মাদ্রাসার মাওলানা ইউসুফ সাদেক, নুরপুর মাদ্রাসার মাওলানা আবদুর রাজ্জাক, ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসার মুফতি যোবায়ের, আজিজ উল্ল্যাহ বশিকপুরি প্রমুখ।