প্রেস বিজ্ঞপ্তি-দৈনিক অজেয় বাংলার ৬ বছর পেরিয়ে ৭ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়। মঙ্গলবার বিকেলে শহরের শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতানে পত্রিকা কার্যালয় প্রাঙ্গনে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
দৈনিক অজেয় বাংলার সম্পাদকম-লীর সভাপতি মোজাম্মেলন হক মিন্টুর সভাপতিত্বে ও সম্পাদক শওকত মাহমুদের সঞ্চালনায় পত্রিকাটিকে নিয়ে অনুভূতি ব্যক্ত করেন- ফেনী জেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আবু তাহের, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক হকার্স সম্পাদক নুরুল করিম মজুমদার, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক আবু তাহের, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ওসমান হারুন মাহমুদ দুলাল, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, চ্যানেল আই ফেনী প্রতিনিধি রবিউল হক রবি, বাংলাভিশন ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম শাহজাহান সাজু, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক আলহাজ¦ আবুল কাশেম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপন, পায়রা শিশু-কিশোর সংগঠনের সভাপতি জাহিদ হোসেন বাবলু, যুগান্তর ফেনী প্রতিনিধি যতন মজুমদার, ফেনী জেলা ডায়াগনষ্টিক সেন্টার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথ, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহিরুল হক মিলু, ফেনী শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান পরিচালনা কমিটির সভাপতি তাজুল ইসলাম, ফেনী পশ্চিমাঞ্চল কমিউনিটি সাধারণ সম্পাদক এয়াকুব আলী হক সাব, ফেনী জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোসাদ্দেক আলী, ফেনী পল্লী বিদ্যুত সমিতির সহ-সভাপতি ইসমাইল হোসেন লিটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুন ও পরশুরাম প্রেসক্লাবের সভাপতি আবু ইউছুপ মিন্টু। অনুষ্ঠানে দৈনিক অজেয় বাংলা সম্পাদক শওকত মাহমুদকে ফেনী পশ্চিমাঞ্চল কমিউনিটির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মমিনুল হক, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও সমকাল ফেনী প্রতিনিধি শাহজালাল রতন, কালেরকন্ঠ জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, বাংলাদেশ প্রতিদিন ও মাছরাঙ্গা ফেনী প্রতিনিধি জমির বেগ, দৈনিক মানবজমিন ও ইন্ডিপেনডেন্ট টিভি ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, পূবালী সাংস্কৃতিক কেন্দ্রের সমন্বয়ক সমরজিৎ দাস টুটুল, ফেনী জেলা ট্রাক (মিনি ট্রাক) পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী, সদর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহিদুল হক আরিফ, কবি পরিষদের সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ, অনলাইন নিউজ পোর্টাল নতুন ফেনী সম্পাদক রাশেদুল হাসান, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি শেখ আবদুল হান্নান, ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি আবুল হাসান, সাধারণ সম্পাদক এ বি এম নিজাম উদ্দিন, সাবেক সভাপতি শেখ কামাল, শিক্ষক নেতা মহিউদ্দিন খোন্দকার, রাজেশ মজুমদার, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জুলফিকার আলী, আজকের সময় ডটকমের সম্পাদক এম শরীফ ভূঁঞা, দাগনভূঞা পৌরসভার কাউন্সিলর মনিরুজ্জামান সবুজ, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁঞা, সহসম্পাদক সুরঞ্জিত নাগ, সাহিত্য সম্পাদক নুরুল আমিন হৃদয়, ফুলগাজী প্রতিনিধি সাহাব উদ্দিন, সোনাগাজী প্রতিনিধি মোতাহের হোসেন ইমরান, স্টাফ রিপোর্টার শেখ আশিকুন্নবী সজীব, আইটি ইনচার্জ তনু সরকারসহ সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এদিকে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীতে দৈনিক অজেয় বাংলা সম্পাদক শওকত মাহমুদকে ফেনী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, বন্ধুর বন্ধন ফেনীর সভাপতি শেখ ফেরদৌস আনোয়ার মজনু, সাধারণ সম্পাদক জি এম তাজ উদ্দিন পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, সহ-সভাপতি জিয়াউদ্দিন বাবলু, জেলা ছাত্রদলের সভাপতি নঈম উল্যাহ চৌধুরী বরাত, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, প্রচার সম্পাদক এম এ করিম, জেলা যুব সংহতির সভাপতি রেজাউল গণি পলাশ, সাধারণ সম্পাদক আবুল মনছুর নয়ন, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আজাদ, এনজিও ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সালাহউদ্দিন নোমান, জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে যুগ্ম সম্পাদক তপন বসাক, গণেশ ভৌমিক, সাপ্তাহিক ফেনী বার্তা ব্যবস্থাপনা সম্পাদক এম এমরান পাটোয়ারী, সাপ্তাহিক ফেনী সমাচার সম্পাদক এম মহিববুল্লাহ ফরহাদ, সাপ্তাহিক কলকন্ঠ ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাপ্তাহিক সম-সাময়িক ব্যবস্থাপনা সম্পাদক সিদ্দিক, শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান মালিক সমিতি, ইউনিটি ওয়েলফেয়ার এসোসিয়েশনের এম কে আর সূর্য পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।