বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফেনীতে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন পালন করেছে কৃষকদল। মঙ্গলবার সকালে জেলা কৃষকদলের আয়োজনে শহরের ট্রাংক রোডস্থ প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে এ কর্মসূচি পালন করা হয়। এ সময়
জেলা কৃষকদলের সভাপতি আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউছুপ করিম ভূঞা, পৌর সভাপতি নিজাম উদ্দিন, সদর উপজেলা সাধারণ সম্পাদক আলাউদ্দীন ভূঞা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা সহ দপ্তর সম্পাদক এমরানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।