ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন ভূখন্ড পেয়েছি ও সংসদ সদস্য হওয়ার সুযোগ পেয়েছি। তাদের সর্বোচ্চ সম্মানের ভূষিত করবো। আপনাদের তেজদীপ্ত নেতৃত্বের কারণে দেশ শক্রমুক্ত হওয়ার ১০দিন আগে ফেনীকে মুক্ত করতে পেরেছিলেন। গৌরবময় ভূমিকার জন্য আপনারা অনন্তকাল শ্রদ্ধা ও সম্মানের আসনে থাকবেন। তাই বাঁচতে হলে (মুক্তিযোদ্ধাদের) তাদের সাথে নিয়ে বাঁচবো, মরতে হলে একসাথে জীবন দিবো। কখনো আপনাদের ছেড়ে ও নিজের প্রাণ বাঁচানোর জন্য ফেনী ছেড়ে যাবো না।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার জাফর ইমাম বীর বিক্রমের নামে ফেনীর একটি রাস্তার নাম ও স্কুল ভবনের নামকরণ করা হবে। আগামী ৬ ডিসেম্বর ফেনী মুক্ত দিবসে তাকে প্রধান অতিথি করে আনা হবে। ওইদিন র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হবে।
শনিবার দুপুরে শহরের ফুড ল্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে ৬ ডিসেম্বর ফেনী মুক্ত দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফেনী জেলা আওয়ামী লীগ আয়োজিত মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আকরামুজ্জমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিােদ্ধা আবদুর রহমান বি.কম। সদর উপজেলা সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব, ফেনী সদর উপজেলার সাবেক কমান্ডার নুরুল আফসার প্রমুখ। সভায় ৬ উপজেলার ডেপুটি কমান্ডারসহ বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ফুলগাজীর দরিদ্র ও অসচ্ছল মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।