ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে গণমাধ্যমে আগ্রহীদের জন্য দুই দিনব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের ডক্টরস রিক্রিয়েশন ক্লাব মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান।
রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক জনকণ্ঠ-এনটিভির ফেনী প্রতিনিধি ওসমান হারুন মাহমুদ দুলালের সভাপতিত্বে ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র ফেনী প্রতিনিধি আরিফুল আমিন রিজভীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) গোলাম জাকারিয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রশিক্ষণ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও দৈনিক সমকাল’র নিজস্ব প্রতিবেদক শাহজালাল রতন।
এসময় জেলা প্রশাসক ফেনী রিপোর্টার্স ইউনিটিকে এ কর্মশালার আয়োজন করায় ধন্যবাদ জানিয়ে সনদপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, ফেনী রিপোর্টার্স ইউনিটি বুনিয়াদি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আপনাদেরকে সাংবাদিকতা পেশায় প্রবেশের সুযোগ করে দিল। আপনারা বস্তুনিষ্ঠতা, সততা ও দায়িত্বশীলতার মধ্য দিয়ে নিজেদেরকে ছোট থেকে শুরু করে ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাবেন।
খেয়াল রাখবেন একটি সংবাদ যেনো কখনোই ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রের জন্য ক্ষতিকারক প্রভাব বয়ে না আনে। সাংবাদিকতা হোক মানুষকে সচেতন করার এবং মানুষের কল্যাণের।
অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, যুগ্ম-সাধারন সম্পাদক ও এটিএন নিউজের ফেনী প্রতিনিধি দিদার আলম, কোষাধ্যক্ষ ও দৈনিক ইনকিলাব ফেনী প্রতিনিধি ওমর ফারুক, দফতর সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ফেনী প্রতিনিধি- দৈনিক স্টার লাইন স্টাপ রিপোর্টার মাঈন উদ্দীন পাটোয়ারী, নির্বাহী সদস্য ও এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি-সাপ্তাহিক নির্ভীক সম্পাদক জাফর সেলিম, সদস্য ও দৈনিক ফেনীর সময়ের বার্তা সম্পাদক এমএ জাফর, দৈনিক আলোকিত বাংলাদেশ ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলন। উক্ত কর্মশালায় ২৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।