ফেনী
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৮
, ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ডাক্তার পাড়ায় কমিশনার বারিক বন্ধু স্মৃতি ব্যাডমিন্টনের ফাইনাল

ফেনী পৌরসভার সাবেক কমিশনার আবদুল বারিক প্রকাশ বারিক বন্ধু স্মরণে ব্যাডমিন্টন টূর্ণামেন্টের ফাইনাল খেলা শেষ হয়েছে। ডাক্তার পাড়া ইমাম বক্স হাজী বাড়ী ইয়াং সোসাইটির আয়োজনে শুক্রবার রাতে ফাইনালে চ্যাম্পিয়ন হয় টু বি দল। রানার্সআপ হয় ফেনী রিপোর্টার্স ইউনিটি দল। পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবদুল করিমের সভাপতিত্বে খেলা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় পৌর কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহতাব উদ্দিন মুন্না।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল হোসেন আবু ও শরীফুল ইসলাম।অনুষ্ঠানে ফেনী রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ মাঈন উদ্দিন পাটোয়ারী, দৈনিক ফেনীর সময় প্রধান প্রতিবেদক আরিফ আজম,বিশিষ্ট ব্যবসায়ী জাকির  হোসেন, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ এয়াকুব ও তাজুল ইসলাম মির্জা, বারিক বন্ধুর ছেলে সালাহ উদ্দিন মোহন ও রিয়াজ উদ্দিন স্বপন, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক বেলায়েত হোসেন টিটু, যুগ্ম আহবায়ক ইমতিয়াজ উদ্দিন সংগ্রাম, কামরুল ইসলাম বিকি, ছাত্রলীগ নেতা যোবায়ের হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলায় ১৪টি দল অংশ নেয়। সঞ্চালনা করেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আবদুল্লাহ আল মামুন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!