করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের মধ্যে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে ফেনী শহরের রামপুর, মধুপুর ও বিরিঞ্চি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনিরুজ্জামান।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এসময় মেডিসিন, মুদিখানা ও কাচাবাজার ব্যতীত অন্যান্য দোকান খোলা রাখায় অর্থদন্ড করা হয়।এছাড়া সন্ধা ৬ টার পর জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া ও মসজিদে পাঞ্জেগানা জামাতে ৫ জন এবং জুমার নামাজে ১০ জনের অধিক নামাজ না পড়ার সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করার পাশাপাশি কঠোর নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।