ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৩
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনী রিপোর্টার্স ইউনিটির শোক

চলে গেলেন ‘গেদু চাচা’ খ্যাত সাংবাদিক মোজাম্মেল হক

সাপ্তাহিক ‘আজকের সূর্যোদয়’ পত্রিকার প্রধান সম্পাদক মুক্তিযোদ্ধা খোন্দকার মোজাম্মেল হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)। সোমবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এর আগে শনিবার (২৭ জুন) রাতে মোজাম্মেল হক বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রæত তাকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তার সম্পাদিত সাপ্তাহিক আজকের সূর্যোদয় ৩০ বছর ধরে প্রকাশিত হয়ে আসছে। এই পত্রিকায় ‘গেদুচাচার খোলা চিঠি’ নামে কলাম লিখে তিনি সাধারণ মানুষের মুখপাত্র হয়ে ওঠেন।
খোন্দকার মোজাম্মেল হক তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগ সংবাদিক ফোরাম ঢাকার সভাপতি, ওয়ার্ল্ড ওয়াইড অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিইও, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

ফেনী রিপোর্টার্স ইউনিটির শোক: সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাফর সেলিম ও সাধারণ সম্পাদক যতন মজুমদার।
শোকবার্তায় ইউনিটির সভাপতি/সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!