ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:১১
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে আমাদের সময়’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

শহর প্রতিনিধিঃ
ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায় বলেছেন, সাংবাদিক জাতির বিবেক। সাংবাদিকদের ঐক্যের বিকল্প নেই। তাদের প্রতিভাবান লেখনির কারণে সাধারণ মানুষ উপকৃত হয়।তাঁরা দেশ জাতিকে অনেক কিছু দিতে পারেন। আজকে আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে সব সাংবাদিক একত্রিত হতে দেখে অনেক ভালো লাগছে। ফেনীর সাংবাদিকদের দূরত্ব দিন দিন কমতে শুরু করেছে। সাংবাদিকদের মধ্যে ঐক্য দেখলে শুধু আমার নয়; সবার ভালো লাগে। আমাদের সময় পত্রিকার সাথে আমার সম্পর্ক অত্যন্ত গভীর। এই পত্রিকার সাথে প্রতিভা সম্পন্ন অনেক সাংবাদিক জড়িত। অল্প কথায় ভালো সংবাদ পরিবেশন করে আমাদের সময়।
ফেনীতে দৈনিক আমাদের সময়’র প্রতিষ্ঠার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার দুপুরে ফেনীর একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদ খাঁন চৌধুরী, ফেনী পৌরসভার কাউন্সিলর সিরাজুল ইসলাম।

পত্রিকার ফেনী প্রতিনিধি মুহাম্মদ আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠক ফোরামের সভাপতি জাহিদ ফয়সাল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সাধারণ সম্পাদক দিলদার হোসেন স্বপন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহিরুল হক মিলু, সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন,বাংলাভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, যুগান্তরের জেলা প্রতিনিধি যতন মজুমদার, ডেইলি সানের জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল-মামুন, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, সময় টিভির রিপোর্টার আতিয়ার সজল, ছাগলনাইয়া ডটকমের সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন, পাঠক ফোরামের সাধারণ সম্পাদক আবুল খায়ের লিংকন। শেষে কেক কোটে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!