স্টাফ রিপোর্টার: বসুন্ধরা খাতা ও ‘কালের কন্ঠে’র যৌথ আয়োজনে জাতীয় স্কুল বিতর্ক ফেনী পর্বের প্রতিযোগীতায় ফেনী সেন্ট্রাল হাই স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগীতায় রানার আপ হয় ফেনী বালিকা উচ্চ বিদ্যালয়। উপস্থিত কয়েক’শ শিক্ষার্থী এ জমজমাট প্রতিযোগিতা উপভোগ করেন।
বিতার্কিকদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ পর্বে ফেনীর প্রবীন সাংবাদিক নুরুল করিম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান বিকম। বিশেষ অতিথি ছিলেন ‘প্রথম আলো’র ফেনী অফিসের নিজস্ব প্রতিবেদক আবু তাহের, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ, বসুন্ধরা পেপারস এর রিজিওনাল ইনচার্য সেলিম রেজা। চূড়ান্ত পর্বে মডারেটর ছিলেন দৈনিক ‘ফেনীর সময়’ সম্পাদক শাহাদাত হোসেন, বিচারকের দায়িত্ব পালন করেন ফেনী ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অ্যাডভোকেট রাশেদ মাযহার ও অ্যাডভোকেট সাইফুদ্দিন শাহীন।
এর আগে সূচনা পর্বে অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাব সভাপতি আবু তাহের ভুঁইয়া, কবি, সংগঠক মাহবুব আলতমাস, ইকবাল চৌধুরী, বিটিভির জেলা প্রতিনিধি শওকত মাহমুদ, শুভসংঘ ফেনী শাখার সভাপতি ইমন উল হক, হোপ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আলমগীর হোসেন, ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক নাজমুল হক শামীম, দিপ্ত টিভির আর এম আরিফুর রহমান, নিউজটোয়েন্টিফোরের নজির আহাম্মদ রতন, ইয়ুথ জার্নালিষ্ট ফোরাম ফেনী শাখার সভাপতি শাহজালাল ভুঁইয়া, বাংলানিউজটোয়েন্টিফোরের ষ্টাফ করেসপনডেন্ট সোলায়মান হাজারী ডালিম, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি শাবিহ মাহমুদ, ফেনীর কথা ডটকম’র সম্পাদক মাঈন উদ্দিন পাটোয়ারি, আবৃত্তি শিল্পী আশ্রাফ উদ্দিন আরমান।
প্রতিযোগিতায় ৮টি স্কুল অংশগ্রহন করে। ক্যাপশন অনুষ্ঠানে অতিথিদের সাথে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের সদস্যরা।