ফেনী
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৩
, ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফেনীর ফুলগাজীতে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত :অস্ত্র উদ্ধার

ফুলগাজী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন সদর ইউনিয়নের মন্তলা গ্রামের ফটিক মিয়ার ছেলে মনির হোসেন (৩২)ও আনন্দপুর ইউনিয়নের মাঝ গ্রামের মোস্তফার ছেলে শাহমিরান শামীম (৩০)।বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দক্ষিণ জাম্মুডা সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী থানার পুলিশের একটি দল জাম্মুডা সড়কে অভিযান পরিচালনা করতে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর গুলি ছোঁড়ে। এক পর্যায়ে পুলিশ ও পাল্টা গুলি ছোঁড়ে।এতে মনির ও শামীম নামের দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন।বাকিরা পালিয়ে যায়।এ ঘটনায় ওসি হুমায়ুন কবিরসহ পুলিশের আট সদস্য আহত হয় বলে পুলিশ দাবী করেছে।পুলিশ গুলিবিদ্ধ আহত মনির ও শামীমকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এদিকে আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি রয়েছেন বলে জানা যায়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হুমায়ূন কবীর বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ৭শ পিস ইয়াবা,২শ বোতল ফেনসিডিল,১টি এলজি ও ৩টি কার্তুজ উদ্ধার করেছে।নিহতদের বিরুদ্ধে ফুলগাজী থানায় ১০টিরও বেশী মাদক আর অস্ত্র মামলা রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!