ফেনী
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৯
, ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফুলগাজীতে ভুমি কর্মকর্তাকে প্রাণ নাশের হুমকিঃ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

ফুলগাজী প্রতিনিধিঃ ফেনীর ফুলগাজীতে  ভুমি কর্মকর্তাকে প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগে  উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামিম হোসেন মজুমদারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে ফুলগাজী বাজারের পাশেই মুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে এই হুমকির ঘটনা ঘটে।

সুত্র জানায়, মুহুরী নদীর বালু উত্তোলনের ইজারা আনলেও তা মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগেই। সম্প্রতি ইজারার মেয়াদ শেষ হলেও বালু উত্তোলন অব্যাহত থাকায় মঙ্গলবার ইউনিয়ন ভুমি কর্মকর্তা (তহশিলদার) নজরুল ইসলাম বাধা দিতে গেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেন মজুমদারের সাথে  বাগবিতন্ডা হয়।এবং ভুমি কর্মকর্তাকে প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ করেন।এ ঘটনায় শামীম হোসেন মজুমদারসহ ৫/৬জনকে  আসামী করে ইউনিয়ন ভুমি কর্মকর্তা  নজরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মামলা দায়েরের বিষয়টি  নিশ্চিত করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!