ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:১১
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ঈদ সময় এর মোড়ক উম্মোচন উৎসব

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দৈনিক ফেনীর সময় এর বিশেষ প্রকাশনা ‘ঈদ সময়’ এর মোড়ক উম্মোচন উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পত্রিকাটির প্রধান কার্যালয়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানআরা বেগম সুরমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বর্ণিল এ ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক, শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক রফিক রহমান ভূঁইয়া, ফেনী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ, সিটি কলেজের অধ্যক্ষ ও ফেনীর সময় লেখক-পাঠক ফোরামের সভাপতি প্রফেসর উৎপল কান্তি বৈদ্য, সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহীউদ্দিন চৌধুরী, সোনাগাজীর এনায়েত উল্লাহ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চরণ ভৌমিক, সরকারি জিয়া মহিলা কলেজের প্রাক্তণ অধ্যক্ষ ও ন্যাশনাল কলেজের অধ্যক্ষ প্রফেসর সন্তোষ রঞ্জন দত্ত, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক মীর হোসেন মীরু, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও মহিপাল সরকারি কলেজের সহযোগি অধ্যাপক আজিজুর রহমান, ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ রফিকুল ইসলাম, রাজনীতিক ও লেখক জিয়া খোন্দকার, রাজনীতিক ও লেখক আলাল উদ্দিন আলাল, ফেনী পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর মাহতাব উদ্দিন মুন্না, ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি কাজী ওয়ালি উল্লাহ ফয়সাল, দৈনিক ফেনীর সময় সাহিত্য সম্পাদক মনজুর তাজিম, ফেনীর সময় লেখক-পাঠক ফোরামের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাবলু, ফেনী পোয়েট সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ ইকবাল চৌধুরী, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার দেবনাথ, কবি বকুল আক্তার দরিয়া, সজিব ওসমান ও শাহআলম উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শাহাদাত হোসেন সহ ফেনীর সময় পরিবারের সদস্যরা আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!