শহর প্রতিনিধিঃ ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাব ফেনী অফিসের সাবেক প্রধান সাংবাদিক আব্দুল হকের ৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে রবিবার বিকাল ৫ টায় ইউনিটি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহজালাল রতন।
ইউনিটির সভাপতি জহিরুল হক মিলুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন, সাবেক সাধারন সম্পাদক শুকদেব নাথ তপন, ফেনী প্রেসক্লাব একাংশের সভাপতি আজাদ মালদার, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক শেখ ফরিদ আত্তার, স্বদেশ পত্র সম্পাদক এনএন জীবন, মসিমেলার সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী,ইউনিটির সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন,নয়া পয়গাম সম্পাদক এনামুল হক ,দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন,নিহারীকা সম্পাদক আরিফুল আমিন রিজবী ও বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন বাবলু প্রমুখ ।
পরে দোয়া মাহফিলে সাংবাদিক আব্দুল হক,জালাল উদ্দিন বাবলুর মাতা সামছুন নাহার বেগম,কবি মাহবুব আলতমাসের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয় । দোয়া পরিচালনা করেন ফেনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ সাইফুল্লাহ।