ফেনী
শুক্রবার, ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩৯
, ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি ইলিয়াস হোসেন, সম্পাদক কবির

ঢাকা অফিসঃ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৬৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এসএ টিভির ইলিয়াস হোসেন। এ পদে অন্য প্রার্থী মনির হোসেন লিটন পেয়েছেন ৪৯৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৪৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কবির আহমেদ খান। এ পদে অন্য প্রার্থীদের মধ্যে রিয়াজ চৌধুরী পেয়েছেন ৪৪০ ভোট আর শেখ মোহাম্মদ জামাল হোসেন পেয়েছেন ২৪৫ ভোট।

শুক্রবার সকাল ৯টা থেকে ভোট শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দুপুরে ছিলো একঘণ্টা বিরতি। এবার মোট ভোটার ছিলেন এক হাজার ৪৭৭ জন। ভোট প্রদান করেছেন ১১শ’ ৪৮ জন। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচটি পদে নির্বাচিত হন। ১৬টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ২৮ জন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!