স্টাফ রিপোর্টার: ফেনীতে র্যাবের পৃথক অভিযানে ২৭ হাজার ১শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হাছান (২৬), মোঃ রাসেল (২২), মোঃ রায়হান উদ্দিন (২৫) ও মোঃ আশরাফুল ইসলাম রুবেল (২০) নামের ৪ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ও বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকার বিভিন্নস্থান থেকে তাদের আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিকআপ যোগে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রাম হতে ঢাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে ওই সময় র্যাবের একটি আভিযানিক দল মহিপাল এলাকার ফেনী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করে। এ সময় চট্টগ্রাম হতে ঢাকগামী ১টি পিকআপের গতিবিধি সন্দেহজনক হলে র্যাব সদস্যরা পিকআপটিকে থামানোর সংকেত দিলে না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে পিকআপটি আটক করে র্যাব। এ সময় কক্স বাজার জেলার রামু থানাধীন মেরুল্লাহ গ্রামের আবদুর শুকুরের ছেলে মো: রাসেল ও আলী আকবরের ছেলে মো: হাসানকে আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের দেখানো (ঢাকা মেট্রো-ন-১৫-২৪৭৫) তল্লাশী করে পিকআপের মধ্যে রাখা ৩টি প্লাষ্টিকের ফলের বক্সে রক্ষিত অবস্থায় ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একইদিন মহিপাল ফিলিং স্টেশনের সামনে গাড়ি তল্লাশী করে চট্টগ্রাম হতে ঢাকাগামী ১ টি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক হলে র্যাব সদস্যরা কাভার্ড ভ্যানটিকে থামানোর সংকেত দিলে কার্ভাড ভ্যানটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করিলে র্যাব সদস্যরা ধাওয়া করে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জথানাধীন সানকি ভাঙ্গা গ্রামের মো আবদুল হান্নানের ছেলে মোঃ রায়হান উদ্দিন ও নুরুল ইসলামের ছেলে মো: আশ্রাফুল ইসলাম রুবেলকে আটক করে। তাদের দেয়অ তথ্যমতে (ঢাকা মেট্রো-ট ১৫-৩৩০০) তল্লাশী করে কাভার্ড ভ্যানের ড্রাইভিং সীটের পিছনে লাল শপিং ব্যাগের ভিতরে লুকানো অবস্থায় ৮ হাজার ১শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট করে র্যাব।
পৃথক দুইটি অভিযানে ২৭ হাজার ১শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পিকআপ ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লক্ষ ৭৫ হাজার টাকা এবং জব্দকৃত পিকআপ এবং কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য ৫৫ লাখ টাকা।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।