শুক্রবার বিকেলে ফেনী শহরের ‘কিং কমিউনিটি সেন্টারে’ এবি পার্টি ফেনী জেলার ভারপ্রাপ্ত আহবায়ক ফজলুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আফলাতুন বাকির সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক মেজর (অবঃ) অধ্যাপক ডাঃ আব্দুল ওহাব মিনার৷। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শাহ আলম বাদল। সভায় প্রধান অতিথি মাস্টার আহসান উল্লাহকে সভাপতি, অধ্যাপক ফজলুল হককে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট এবিপার্টির ফেনী জেলা কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি জিল্লুল্লাহিল বাকী আফলাতুন, সহ সভাপতি মোতাহের হোসেন বাহার, সহ সাধারণ সম্পাদক মামুন আনসারী, নজরুল ইসলাম কামরুল,সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, অর্থ সম্পাদক মাস্টার শাহ আলম শাহীন সুলতানী, প্রচার সম্পাদক হাবিব মিয়াজী, সমাজসেবা সম্পাদক এবি সিদ্দিক,দপ্তর সম্পাদক মির ইকবাল,ছাত্রবিষয়ক সম্পাদক অধ্যাপক রিজওয়ানুল খায়ের, ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন,নারী বিষয়ক সম্পাদক জাহানারা আক্তার মনি,সহ নারী বিষয়ক সম্পাদ রোকসানা আক্তার শানু প্রমুখ।
এ সময় এবি পার্টির ফেনী সদর উপজেলা শাখা, ফেনী পৌর শাখা, জেলা যুব পার্টি, নারী শাখা ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।