শহর প্রতিনিধিঃ পুলিশের বর্বরোচিত নির্যাতনে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন, ছাত্রদল নেতা সোহেল,আসাদুজ্জামান হত্যা ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচী’র অংশ হিসেবে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
বুধবার সকালে শহরের এসএসকে সড়কের ইসলামপুর রাস্তার মাথা থেকে মিছিলটি শুরু করে ট্রাংক রোড প্রদক্ষিণ করে বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
এসময় চট্টগ্রাম বিভাগীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সালাহউদ্দিন মামুন,সদর উপজেলা আহবায়ক মনজুর হোসেন,যুগ্ন-আহ্বায়ক করিমুল হক সুমন,সদস্য জিয়াউদ্দিন আহমেদ, জেলা ছাত্রদল নেতা নিজাম উদ্দিন সোহাগ,নাছির উদ্দিন মানিক,ফখরুদ্দীন সেন্টু,পৌর নেতা আলমগীর হোসেন,আরিফুল ইসলাম সুমন,আলী মর্তুজা সুমনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।