ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে ফাজিলপুর ডব্লিউ বি কাদরী হাই স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
ইউনিয়ন আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ ও জেলা কর্মপরিষদ-শুরা সদস্য মোহাম্মদ আবু ইউসুফ, ফেনী সদর উপজেলা আমীর মাওলানা নাদেরুজ্জমান,নায়েবে আমীর মাওলানা হারুনুর রশীদ ও ইসলামি ব্যাংক ফাজিলপুর বাজার শাখার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন।
জামায়াত নেতা মাওলানা সোহরাব হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।