ফেনী
বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৬
, ১২ই শাবান, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
সংস্কার ধোঁয়া তুলে ষড়যন্ত্র করা হলে দেশের সমস্যা বাড়তে থাকবে সোনাগাজীতে ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি উপহার দিলেন তারেক রহমান চাঁদাবাজি করলে শহীদদের রক্তের অসম্মান হবে সংসদের উচ্চকক্ষে সখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হলে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে না ইসলামি আন্দোলন ফেনীর কমিটি গঠন,সভাপতি এনাম- সেক্রেটারি একরাম ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফেনীর কমিটি ঘোষণা রাজাপুরে হিলফুল নূর ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার ফেনীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে,জয়বাংলা

ত্যাগী-নির্যাতিতদের দিয়ে নতুন কমিটির দাবি তৃণমূলের

আহবায়ক কমিটি দিয়ে ৫ বছর পার ফেনীর বিএনপির

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফেনীতে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে গতি ফিরতে শুরু করেছে।তবে এক বছরের আহবায়ক কমিটি দিয়ে ৫ বছর পার করেছে দলটির ফেনী জেলা শাখা।সম্প্রতি বিএনপির হাইকমান্ডের নির্দেশে দুঃসময়ে যারা দলের হাল ধরেছিলেন এমন ত্যাগী নেতাদের দিয়ে কমিটি ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়।ফলে তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যাশা হচ্ছে, আওয়ামী লীগ সরকার আমলের ত্যাগী-নির্যাতিতদের সমন্বয়ে ফেনী জেলা বিএনপির কমিটি করা হবে।

জানা গেছে, ফেনী জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে দীর্ঘ ১০ বছর পর ২০১৯ সালের ২ অক্টোবর ৪৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ বাহারকে আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলালকে সদস্য সচিব করা হয়।দলটির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেয়া হয়।কমিটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সম্মানিত সদস্য ও এম এ খালেক, গাজী হাবিব উল্যাহ মানিক, এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারীকে যুগ্ম-আহবায়ক করা হয়। একইসঙ্গে সদর উপজেলা ও ফেনী পৌরসভা আহবায়ক কমিটিও গঠন করা হয়।পরে জেলা কমিটির নেতৃবৃন্দ পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা আহবায়ক কমিটি গঠন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার আমলে দমনপীড়নের কারণে সারা দেশের মতো ফেনীতে প্রভাব পড়ে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রমে। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ফিরতে শুরু করে সাংগঠনিক গতি। এরইমধ্যে কর্মসূচি পালনের মধ্য দিয়ে শক্তিমত্তা জানান দিয়েছে দলটি।গত ১৬ বছর নানামুখী চাপে সাংগঠনিক কর্মকাণ্ড ঢিলেঢালা চললেও এখন বিভিন্ন কর্মসূচিতে দিন-রাত পরিশ্রম করছেন দলটির নেতাকর্মীরা।

সম্প্রতি বিএনপি হাইকমান্ড আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন, পৌর, উপজেলা, থানা ও জেলা কমিটি সম্পন্ন করে কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়।এরপর থেকে নেতাকর্মীদের মধ্যে নানা জল্পনা কল্পনা দেখা দিয়েছে।অনেকেই মনে করছেন আওয়ামী লীগ সরকার আমলের ত্যাগী ও নির্যাতিতদের সমন্বয়ে কমিটি করা না হলে সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা ফিরে আসবেনা।তবে তৃনমুল পর্যায়ের বিভিন্ন স্থানে কমিটি না থাকায় সম্মেলনের মাধ্যমে কমিটি করার বিষয়ে জটিলতা দেখা দিলেও অনেকেই হাইকমান্ডের নির্দেশনার আলোকে সম্মেলনের মাধ্যমে কমিটি করার বিষয়ে প্রত্যাশা করেন।

রফিকুল ইসলাম নামে তৃনমুলের এক কর্মী জানান,সঠিক ও নিরপেক্ষভাবে মূল্যায়নের মাধ্যমে কমিটি দেওয়া হলে দক্ষ নেতৃত্বে ফেনীতে বিএনপির কার্যক্রমে অতীতের যে কোন সময়ের তুলনায় গতিশীলতা ফিরে আসবে।এর ব্যত্যয় ঘটলে দলের দুরাবস্থা লেগে থাকবে।

এ ব্যাপারে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, দলের দায়িত্বপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান হাইকমান্ডের নির্দেশনার আলোকে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন।খুব শীঘ্রই নির্দেশনা মোতাবেক কমিটি ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়ার কথা রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo