ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি চালিয়ে গনহত্যার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি যুবলীগ নেতা কাজী রশিদ আহাম্মদ রাব্বি (৩৫) কে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার সন্ধ্যার দিকে শহরের সহদেবপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সে কালিদহ ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আলোকদিয়া গ্রামের কাজী বাড়ির কাজী শামসুদ্দিনের ছেলে।
ফেনী মডেল থানার ওসি রুহুল আমিন জানান, গ্রেফতারকৃত আসামি রাব্বিকে থানায় হাস্তান্তর করেছেন যৌথ বাহিনীর সদস্যরা।শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
প্রসঙ্গত: গত ৪ আগস্ট ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে ছাত্রদের মিছিলে গুলিয়ে চালিয়ে গনহত্যার ঘটনায় ৮ টি হত্যা মামলা দায়ের করা হয়।