শহর প্রতিনিধি-ফেনীতে জেলা প্রশাসনের মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে মাদক সম্রাট সুইপার হানিফ আটক হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার হানিফের বাসা রহিমা ম্যানশনে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাকে আটক করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
সুত্র জানায়,দীর্ঘদিন ধরে ফেনী পৌরসভা সংলগ্ন আপ্যায়ন আফরোজ টাওয়ারের সামনে প্রকাশ্যে মাদক বিক্রি করতো একটি চক্র।সেখানে বেশ কয়েকবার অভিযান চালিয়েছে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থা।এটি ছিল শহরের অন্যতম প্রধান মাদক স্পট। একাধিকবার এ স্পটে অভিযান পরিচালনা করা হলেও ধরা ছোঁয়ার বাইরে থেকে যান স্পটটির মূল পরিচালক সুইপার সর্দার হানিফ।সামান্য সুইপার হয়েও সে শহরে কয়েকটি বাড়ির মালিক বলে জনশ্রুতি আছে। দিনরাত এ স্পটটিতে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে হানিফ।
বৃহস্পতিবার রাতে হানিফের বাসা রহিমা ম্যানশনে কিছু ফেন্সিডিল আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হয়ে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন।এ সময় একটি ৪০ বোতল ফেন্সিডিলসহ হানিফকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করতে নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও সদস্য এবং ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।