ফেনী
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৪
, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফেনীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফেনীতে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে ফেনী জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‍্যালিটি গ্র্যান্ড সুলতান কনভেনশন হলের সামনে থেকে ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা আদালত প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহা. সিরাজুদ্দৌলাহ কুতুবী।

প্রধান আলোচক ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (জেলা জজ) বিচারক এ.এন.এম মোরশেদ খান।

জেলা লিগ্যাল এইড অফিসার সাহেদা আক্তার সুমী ও সহকারী জজ সবুজ হোসেন এবং সাথী আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইলাহী, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমিন খান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইনজীবী কাজী মো. শাহজালাল, আবদুল আহাদ ভূঁইয়া ও আব্দুস ছাত্তারকে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!