ফেনী
শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৬
, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আ.লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা তা জনগণই ঠিক করবে-ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৫ বছরের জঞ্জাল ৩ মাসে পরিষ্কার করা অসম্ভব। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস বিশ্বের একজন গ্রহণযোগ্য  মানুষ। তাঁর নেতৃত্বে বর্তমান সরকার এর মধ্যে বেশকিছু সংস্কার কাজ করছেন।এরপরই খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠিত হবে।

এসময় আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে ইংগিতে তিনি বলেন,দেশে কারা রাজনীতি করবেন, তা জনগণই ঠিক করবেন।

বুধবার দুপুরে ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে দলটির চেয়ারপার্সন ও সাবেক প্রাধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ির আঙ্গিনায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এ জেড় এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও অধ্যাপক জয়নাল আবেদীন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি,জাতীয় নির্বাহী সদস্য মশিউর রহমান বিপ্লব ও আবু তালেব, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন।

সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ফেনী-১ আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।এসময় দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সাবেক নারী সংসদ সদস্য রাহেনা আক্তার।

এতে সভাপতিত্ব করেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন।

এদিকে বিকালে ছাগলনাইয়ায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ট্যাগ :

আরও পড়ুন


Logo