ফেনী
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৬
, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ সীমান্তে ভারতীয় নিরাপত্তা জোরদার, শুরু যৌথ টহল

বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে ভারত। বিশেষ করে উত্তর-পূর্ব রেলওয়ে অঞ্চলজুড়ে যেসব রেলপথ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে গেছে, সেখানে নিরাপত্তা হালনাগাদ করতে শুরু হয়েছে যৌথ টহল। রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ), সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একসাথে এই টহল দিচ্ছে। এনডিটিভির শুক্রবার (২ মে)-র এক প্রতিবেদনে বলা হয়েছে, এই যৌথ অভিযান শুরু হয়েছে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, নাশকতা এবং চোরাচালান ঠেকাতে এবং যাত্রী ও রেল সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে।

এই পদক্ষেপের সময় ও প্রেক্ষাপটটি বেশ তাৎপর্যপূর্ণ। ২০২৪ সালে বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বাংলাদেশি নাগরিকদের বেআইনি প্রবেশের ঘটনা বেড়ে গেছে বলে দাবি করা হয়েছে। এমনকি বিভিন্ন রেল স্টেশন থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কিছু ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে। পাশাপাশি, দীর্ঘদিন ধরেই এই সীমান্ত এলাকা রোহিঙ্গা শরণার্থীদের অনুপ্রবেশের একাধিক পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই পরিস্থিতিতে সীমান্ত ঘেঁষা রেলপথে যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে নজরদারি বাড়ানো জরুরি হয়ে ওঠে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন ডিভিশনে ইতোমধ্যে যৌথ টহল শুরু হয়েছে। বিশেষভাবে নজর রাখা হচ্ছে সেসব স্থানে, যেখান দিয়ে রেলপথ সীমান্ত অতিক্রমের খুব কাছে। আরপিএফ এবং বিএসএফ সদস্যরা রেল অবকাঠামো পর্যবেক্ষণ করছেন, চুরি বা নাশকতার সম্ভাব্য চিহ্ন খুঁজছেন এবং নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি যাচাই করছেন।

তথ্যসূত্র : এনডিটিভি

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!