ফেনী
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৫
, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ব্যবসায়ীকে ফেনীর সেই যুবকের প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জায়গা বিরোধকে কেন্দ্র করে নুরুল আবছার (৪৯) নামে এক ব্যবসায়ীকে খুন করে লাশ ঘুম করার হুমকি দিয়েছে ফেনীর সেই আজিজ আল ফয়সাল প্রকাশ ঝন্টু। এ ঘটনায় বাদী হয়ে ৩১ মে ফয়সালের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২৪৩২) করেন ওই ব্যবসায়ী।

জানা গেছে, ফেনী শহরের রামপুর (পুলিশ কোয়ার্টার) এলাকার হাজী ছন্দু মিয়ার বাড়ীর আছলাম মিয়ার সন্তানেরা মৌরশ সম্পত্তির ভিত্তিতে মালিক হয়ে রামপুর মৌজার বি.এস ৯৪১ নং খতিয়ানের এস.এ ২০৮ দাগ, বি এস ৭৭৮৫ দাগে বাড়ী ৯.৭৫ শতাংশ ভূমিতে দীর্ঘ ১শ বছরের অধিক সময় যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছে। উক্ত ৯.৭৫ শতাংশ ভূমি আন্দরে ০৬ শতাংশ ভূমিতে বহুতল ভবন নির্মাণের উদ্দেশ্যে আছলাম মিয়ার ছেলেরা পৌরসভা হতে বিল্ডিং প্ল্যান অনুমোদন নিয়ে গৃহ নির্মাণ কাজের উদ্দেশ্যে ফাইলিং আরম্ভ করে কাজ প্রায় শেষ অবস্থায় পৌঁছালে পশ্চিম ডাক্তারপাড়ার মনির উদ্দিনের ছেলে আজিজ আল ফয়সাল প্রকাশ ঝন্টু ব্যবসায়ী নুরুল আবছার গংদের গৃহ নির্মাণ কাজে বাঁধা প্রদান করে। পরবর্তীতে গত ২৮ মে ফয়সাল প্রকাশ ঝন্টুর পিতা মনির উদ্দিন বাদী হয়ে নুরুল আবছার গংদের বিরুদ্ধে আদালতে মামলা (৪৪৫/২৫) দায়ের করে। এরই প্রেক্ষিতে জায়গা বিরোধকে কেন্দ্র করে বিগত ৩১ মে সকালে বিবাদী আজিজ আল ফয়সাল প্রকাশ ঝন্টু (৩৪) ব্যবসায়ী নুরুল আবছারকে খুন করে লাশ গুম করার হুমকি প্রদান করে। এতে নুরুল আবছার ও পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে।

প্রসঙ্গত, বিবাদী আজিজ আল ফয়সাল প্রকাশ ঝন্টুর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার (মামলা নং ২২/২৪) আদালত ও অর্থ আত্মসাৎ এবং বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণসহ বহু অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান জানান, পুলিশ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!