চলমান পাকিস্তান ও ভারত যুদ্ধকে সামনে রেখে ফেনীর ১০৩ কিলোমিটার সীমান্ত (স্থল ও নদী) এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। এতে করে সীমান্তবর্তী এলাকার মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে তবে আতংক কাটেনি।
সংশ্লিষ্ট সূত্র জানান, ফেনী জেলার ৯৫ কিলোমিটার স্থল সীমান্ত ও ৮ কিলোমিটার নদী সীমান্ত পথ রয়েছে। এই স্থল ও নদী পথের সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছেন ফেনীস্থ ৪ বিজিবি। এ ব্যাটেলিয়নের আওতাধীন সীমান্ত পথে নিয়মিত নজরদারির পাশাপাশি বিজিবির টহল এখন আরও জোরদার করা হয়েছে।একই সঙ্গে আনসার ভিডিপির সদস্যরাও রয়েছে।
জেলার সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, পাকিস্তান ও ভারতের মধ্যে বিরোধ থাকলেও ফেনীর সীমান্ত এলাকা এখনও স্বাভাবিক। তবে ভারত অংশে বিএসএফ আগে লাল হ্যালোজেন লাইট ব্যবহার করলেও এখন তাদেরকে উজ্জ্বল এলইডি লাইট ও ক্যামেরা এবং সেন্সর প্রতিস্থাপন করেছে বলে দেখা যাচ্ছে। আর বিএসএফ যদি কোনো রকম তৎপরতা দেখায়, তাহলে বিজিবিকে সাথে নিয়ে তা প্রতিহত করতে বাসিন্দারা প্রস্তুত বলে জানান।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বর্তমান প্রেক্ষাপটে সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বদা সজাগ সতর্ক থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে হুঁশিয়ারি জারি করা হয়েছে। এছাড়া অধিকতর টহল তৎপরতার জন্য সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি সীমান্ত পরিস্থিতি মূল্যয়নের জন্য গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।