ফেনী
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৪
, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফেনীতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

ফেনীতে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল থেকে পৃথকভাবে কর্মসূচি পালন করে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

জানা গেছে,দিবসটি উপলক্ষে সকাল ৭ টার দিকে ফেনী শহরের ইসলামপুর রোডস্থ ফেনী জেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করণ ও কালো পতাকা উত্তোলন এবং সকল নেতাকর্মী কালো ব্যাজ ধারণ করেন। সকাল সাড়ে ১০ টার দিকে তাকিয়া মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং শেষে দুস্থ ও অসহায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় এসময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ইয়াকুব নবী,গাজী হাবিব উল্লাহ মানিক,আনোয়ার হোসেন পাটোয়ারী, এমএ খালেক,পৌর আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল,সদর উপজেলা সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত,জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন,যুগ্ন সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!