ফেনীতে সড়ক দুর্ঘটনায় আসাদুজ্জামান মাসুদ (২৪) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। রোববার দুপুরে ফেনী শহরের খাজুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সে সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের মহদিয়া গ্রামের নুরুল হকের ছেলে ও ফেনী সরকারি কলেজের ডিগ্রির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে দুপুর ১টার দিকে খাজুরিয়া এলাকা পার হওয়ার সময় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মারাত্মক আহত হন মাসুদ।এসময় গুরুতর আহতাবস্থায় পথচারীরা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই ফিরোজ ভুঁইয়া জানান, ক্লাশ শেষে মোটরসাইকেল মেরামতের জন্য খাজুরিয়া গিয়েছিল মাসুদ। সেখানে প্রথমে সিএনজির ধাক্কা, পরে ট্রাক চাপায় মারাত্মক আহত হয়।
ফেনী মডেল থানার ওসি মর্ম শিংহ ত্রিপুরা জানান, গাড়ি গুলো পথচারীরা আটক করেছে।লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।