ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়ছেই। পাল্টাপাল্টি যুদ্ধ প্রস্তুতি আর শক্তি প্রদর্শন এখনো চালিয়ে যাচ্ছে পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশ। গতকালও বড় আকারের একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। যে সময়ে এই পরীক্ষা চালানো হলো, তাকে স্বাভাবিকভাবে দেখা যায় না। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে এই পরীক্ষা চালানো মানে পাকিস্তান দেখিয়ে দিচ্ছে তার হাতে পারমাণবিক অস্ত্র আছে। তবে একইসঙ্গে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চায় পাকিস্তান। পক্ষান্তরে পাকিস্তান থেকে সব পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত। তারা আবারো শক্তির জানান দিয়েছে। দেশটির নৌবাহিনী একটি যুদ্ধজাহাজ, একটি সাবমেরিন ও একটি হেলিকপ্টারের ছবি পোস্ট করেছে। তারপর একে ‘নৌবাহিনীর শক্তির ত্রিশূল’ হিসেবে আখ্যায়িত করেছে। পাশাপাশি পাকিস্তান থেকে সব পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত। ওদিকে কাশ্মীরের পেহেলগাম হামলায় জড়িতদের ছয়জন চেন্নাই থেকে বিমানে করে পালিয়ে শ্রীলঙ্কায় চলে গেছে- এমন সংবাদের ভিত্তিতে শ্রীলঙ্কার কলম্বো বিমানবন্দরে বড় আকারে তল্লাশি অভিযান চালিয়েছে ভারত। এই অভিযান চালানো হয় শ্রীলঙ্কান এয়ারলাইন্স ফ্লাইট ইউএল১২২’তে। বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় দুপুরের দিকে এই অভিযান শুরু হয়। এর আগে শ্রীলঙ্কা কর্তৃপক্ষকে ভারত সতর্ক করে যে, পেহেলগাম হামলার সন্দেহভাজনরা ওই ফ্লাইটে আছে।