ভারতের টাটা গ্রুপের কর্ণধার ও বিশিষ্ট শিল্পপতি রতন টাটার প্রয়াণে গভীর শূন্যতা তৈরি হয়েছে দেশটিতে। শোবিজ অঙ্গনসহ সেখানকার সর্বমহলে বইছে শোকের ঢেউ। বলিউডের বিভিন্ন তারকারা টাটার মৃত্যুতে শোক প্রকাশও করেছেন।
তবে বলিউডের সঙ্গে অনেক আগে থেকেই ওতপ্রোতভাবে জড়িত ছিলেন রতন টাটা। একটা সময় মনস্থির করলেন, সিনেমা ইন্ডাস্ট্রিতে অর্থ বিনিয়োগ করবেন তিনি। যা ভাবলেন, তাই-ই করলেন। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের ছবি ‘অ্যায়তবার’ এ প্রযোজক হিসেবে বলিউডে পা রাখলেন রতন টাটা। কিন্তু তার কপাল এমনভাবেই পোড়ে যে, পরবর্তীতে বলিউড থেকে মুখ সরিয়ে নিতে বাধ্য হন তিনি।
২০০৪ সালে মুক্তি পায় ‘অ্যায়তবার’। ছবিটি ছিল ব়্যোমান্টিক-মনস্তাত্ত্বিক থ্রিলার। যেখানে অমিতাভ ছাড়াও ছিলেন বিপাশা বসু, জন আব্রাহাম। বিক্রম ভাট পরিচালিত এই ছবিটি ১৯৯৬ সালের হলিউড ছবি ‘ফিয়ার’ থেকে অনুপ্রাণিত। অমিতাভকে ছবিতে একজন বাবার ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। সেখানে তার মেয়েকে সাইকোপ্যাথ প্রেমিকের হাত থেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করতে থাকেন।
অমিতাভ থেকে শুরু করে বিপাশা, জন-এর মতো তারকাদের নিয়ে ‘অ্যায়তবার’ প্রশংসিত হলেও ছবিটি ব্যবসায়িকভাবে তেমন সফল হয়নি। ছবিটির বাজেট ছিল প্রায় সাড়ে নয় কোটি রুপি। কিন্তু ছবিটির খরচও ওঠেনি বক্স অফিসে। ‘অ্যায়তবার’ থেকে আয় ওঠে প্রায় ৬ কোটি রুপি। এতে রতন টাটার ক্ষতি হয় প্রায় সাড়ে ৩ কোটি টাকা।
গত বুধবার রাতে জীবনাবসান হয় রতন টাটার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। দক্ষিণ এশিয়ার এই দেশটির বহু মানুষের কাছেই এক অনুপ্রেরণা হয়ে থাকবেন রতন টাটা।