সংবাদ বিজ্ঞপ্তি- মানব কল্যানে নিবেদিত প্রাণ আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩২৮২ বাংলাদেশের অন্যতম ক্লাব রোটারী ক্লাব অব ফেনী সিটির ইউথ সার্ভিস প্রজেক্ট রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সিটি রোটারী ইন্টারন্যাশনাল থেকে চার্টারশীপ লাভ করেছে। এতে সভাপতি পদে শহীদ পাটোয়ারী ও মাঈন উদ্দিন পাটোয়ারী সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। শনিবার বিকালে শহরস্থ স্কিলোপেডিয়া আইটি সেন্টার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ফেনীর সকল রোটার্যাক্টরদের উপস্থিতিতে রোটারী ক্লাব অব ফেনী সিটির প্রেসিডেন্ট রোটা. ইঞ্জিনিয়ার জানে আলম ভূঁইয়া পারভেজ রোটার্যাক্ট ক্লাবটির চার্টার লাভের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এসময় রোটারী ক্লাব ফেনী সিটির সেক্রেটারী মোহাম্মদ আবু নাছির, রোটা. আরিফ হায়দার রাজিব পিএইচএফ, রোটা. আরিফুল ইসলাম রবিন, রোটার্যাক্টর জেলা সংগঠন ৩২৮২ এর সাবেক এডিআরআর রোটার্যাক্টর শরীফুল ইসলাম অপু, ডিস্ট্রিক ট্রেইনার সি.পি আরাফাত উল মিল্লাত দিপুল, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের প্রাক্তন সভাপতি আবুল হাসনাত রনি, নজরুল ইসলাম, জোনাল প্রতিনিধি মাখজাম হায়দার মিরাজ, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সরকারী কলেজের চার্টার প্রেসিডেন্ট সাইফুদ্দিন রাশেদ, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের প্রেসিডেন্ট জিয়া উদ্দিন, ফেনী অপূর্ব এর প্রেসিডেন্ট শফিউল আলম ভূঁইয়া অপু, ফেনী সরকারী কলেজ এর প্রেসিডেন্ট নাজমুদ্দিন জিকুসহ ফেনী সিটির সকল সদস্যবৃন্দসহ অন্যান্য ক্লাবের রোটার্যাক্টর বৃন্দ উপস্থিত ছিলেন। অভিভাবক ক্লাব রোটারী ক্লাব অব ফেনী সিটি’র প্রেসিডেন্ট ইঞ্জি. জানে আলম ভূঁইয়া তার বক্তব্যে ক্লাবটির চার্টারশীপ অর্জনে রোটারী ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ইয়ান এইচ.এস রিজলে, রোটারী আন্তর্জাতিক ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্ণর প্রফেসর ড. মো. তৈয়্যব চৌধুরী, ডেপুটি গভর্ণর পিএজি জালাল উদ্দিন বাবলু, এ্যাসিস্ট্যান্ট গভর্ণর সি.পি আবদুল আউয়াল সবুজ, রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রালের প্রেসিডেন্ট আবু জোবায়ের ভূঁইয়া মুন্নাসহ ৩২৮২ এর ডিস্ট্রিক টিমের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ক্লাবটির উত্তরোত্তর সাফল্য কামনা করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার আহবান জানান।
এর আগে ৫ ফেব্রুয়ারী রোটারী ইন্টারন্যাশনালের ২০১৭-২০১৮ রোটা বর্ষের প্রেসিডেন্ট ইয়ান এইচ.এস রিজলে স্বাক্ষরিত একপি পত্রে এ চার্টারশীপ নিশ্চিত করা হয়। ক্লাবটির সভাপতি ও সেক্রেটারীসহ ২৬ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়েছে।