ফেনী
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৯
, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জমি বিরোধ নিয়ে অপপ্রচারের শিকার ব্যবসায়ী শাহ আলম,স্থানীয়দের ক্ষোভ

জায়গা বিরোধকে কেন্দ্র করে একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র ও অপপ্রচারের শিকার হন ফেনী শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী শাহ আলম।ফলে কুচক্রী মহল ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ব্যবসায়ী ও স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেনী শহরের পশ্চিম ডাক্তার পাড়াস্থ হাজী ইমাম বক্স সড়ক এলাকার আবদুস ছালামের ছেলে বিশিষ্ট শিক্ষানুরাগী শাহ আলম দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবীমূলক কর্মকান্ডে জড়িত হয়ে কাজ করে আসছিলেন।

তিনি শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ জাহান স্টিলের স্বত্বাধিকারী,শহর ব্যবসায়ী সমিতির নির্বাহী সদস্য,হাজী ইমাম বক্স সড়ক সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সদস্য এবং ফেনী শহর ব্যবসায়ী সমিতির শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক পশ্চিম শাখার সভাপতি ও কোষাধ্যক্ষ পদে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।

অপপ্রচারের শিকার ব্যবসায়ী শাহ আলম জানান, আমার চাচাতো ভাইয়েরা মৌরশ সম্পত্তিতে মালিক হয়ে ভোগ দখলে থাকাবস্থায় রামপুর মৌজার বি.এস ৯৪১ নং খতিয়ানের এস.এ ২০৮ দাগ, বি এস ৭৭৮৫ দাগে বাড়ী ৯.৭৫ শতাংশ ভূমিতে মৌরশ আমল হইতে দীর্ঘ ১শ বছরের অধিক সময় যাবৎ শান্তি পূর্ণভাবে ভোগ দখল করিয়া আসিতেছিল।উক্ত ৯.৭৫ শতাংশ ভূমি আন্দরে ০৬ শতাংশ ভূমিতে বহুতল ভবন নির্মাণের উদ্দেশ্যে পৌরসভা হইতে বিল্ডিং প্ল্যান অনুমোদন শেষে গৃহ নির্মাণ কাজের উদ্দেশ্যে ফাইলিং আরম্ভ কাজ প্রায় শেষ অবস্থায় পৌঁছালে জনৈক আজিজ আল ফয়সাল প্রকাশ ঝন্টু নামীয় ব্যকি চাচাতো ভাইদের গৃহ নির্মাণ কাজে বাঁধা প্রদান করে।পরবর্তীতে গত ২৮ মে ফয়সাল প্রকাশ ঝন্টুর পিতা মনির উদ্দিন বাদী হয়ে তাদের বিরুদ্ধে আদালতে একটি মিস মামলা (৪৪৫/২৫) দায়ের করে।এরই প্রেক্ষিতে জায়গা বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাই নুরুল আবছারকে খুন করে লাশ গুম করার হুমকি দিলে জনৈক আজিজ আল ফয়সাল প্রকাশ ঝন্টুর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (২৪৩২) করা হয়।আবার স্থানীয় একটি পত্রিকায় ১ জুন চাচাতো ভাইদের বিরুদ্ধে মনগড়া একপেশে, বানোয়াট ও মিথ্যা সংবাদ ছাপিয়ে ২ জুন আদালতে প্যানেল কোডের ১৮৮ ধারায় আরেকটি পিটিশন দাখিল করে ফয়সলের পিতা মনির উদ্দিন।

এছাড়া একই মৌজায় বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলমকেও বিবাদী করে ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যালে মামলা (৯৫১/২৪) দায়ের করেছিল মনির উদ্দিন।

স্থানীয়রা জানান, এসব বিষয়ে মনির উদ্দিনকে সামাজিকভাবে সমাধানের উদ্দেশ্যে বসার জন্য বারবার অনুরোধ করলেও সে অসুস্থতার দোহাই দিয়ে অনুপস্থিত থাকে।পরবর্তীতে মনির উদ্দিনের পরিবর্তে ছেলে আজিজ আল ফয়সাল ওরপে ঝন্টুকে সামাজিকভাবে বসে বিষয়টি সমাধান করার জন্য বারবার বলার পরে সে বিরোধকৃত জায়গা ও মামলার স্বপক্ষে যথাযথ প্রমান দিতে ব্যর্থ হয়।মামলায় নিশ্চিত হেরে যাওয়ার ভয়ে ব্যক্তিগত আক্রোশে সে ব্যবসায়ী শাহ আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়।তারই ধারাবাহিকতায় ৪ঠা জুন অনিবন্ধিত “সত্যের অনুসন্ধান”নামীয় অনলাইন ও “আজকের ফেনী.কম ও “ফেনী প্রতিদিন ২৪ ডটকম ” নামীয় ফেসবুক পেজে ভুয়া এবং এডিট করা ছবি প্রচার করে বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলমের বিরুদ্ধে কাল্পনিক গল্প সাজিয়ে তাকে সামাজিক ও ব্যক্তিগতভাবে আঘাত করার অপচেষ্টা করে।এমন নোংরা ও জগন্য কাজের জন্য সমাজের বিশিষ্টজন ও ব্যবসায়ী সমাজ সেই আজিজ আল ফয়সাল ওরপে ঝন্টুকে আইনের আওতায় এনে যথাযথা শাস্তি প্রদানের দাবি জানান।

পুলিশ সুত্র জানান, এসব বিষয় নিয়ে ভুক্তভোগী লিখিতভাবে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আইয়ুব খান নামে এক ব্যবসায়ী জানান, ব্যক্তিগত জায়গা বিরোধকে কেন্দ্র করে অপপ্রচারকারি কুচক্রী মলের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!