ফুলগাজী প্রতিনিধি: আরবী নবর্বষ উপলক্ষে আনন্দপুর তরুণ সমাজের উদ্যােগে বুধবার স্থানীয় বিদ্যালয় প্রাঙ্গনে ৫ম বারের মতো খতমে কোরআন ও এতিম সন্তানদের বিনামূল্যে সুন্নতে খৎনার আয়োজন করা হয়।
এতে প্রায় ৭৩ জন এতিম ও অসহায় ছেলেদের সুন্নতে খৎনা করা হয়।খৎনার পর প্রত্যেককে এক সপ্তাহের ঔষুধ,একটি করে গামছা, টুপি ও লুঙ্গি দেয়া হয়।
অনুষ্ঠানে আনন্দপুর তরুণ সমাজের সকল সদস্যরা উপস্হিত ছিলেন।