ফেনী জেলা বিএনপির প্রচার সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিকের সহায়তায় ১ লাখ টাকা অনুদান পেল ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ রিপন।
সোমবার সৌদি আরব রিয়াদস্থ ফেনী বিএনপির পক্ষ থেকে কিডনীরোগে আক্রান্ত শয্যাশায়ী রিপনের চিকিৎসা বাবদ নগদ ১ লাখ টাকা অনুদান দিয়েছে।
এসময় ফেনী জেলা বিএনপির প্রচার সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিক, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইদ্রিস বর্তন, ফুলগাজী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম বাচ্চু, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, স্বেচ্ছাসেবকদলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, রিয়াদ বিএনপি নেতা ইব্রাহীম, জেলা যুবদলের সহ-সভাপতি হাসানুজ্জামান শাহাদাত, সদর উপজেলা আহবায়ক আতিকুর রহমান মামুন, ফুলগাজী সদর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।