ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৫
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

সাংবাদিক নুরুল করিম মজুমদারের দাফন 

করোনা উপসর্গ নিয়ে ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক হকার্স সম্পাদক প্রবীণ সাংবাদিক নুরুল করিম মজুমদার (৬৮) ইন্তেকাল করেছেন।রোববার রাতে ফেনী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।সোমবার সকালে ফেনী সেন্ট্রাল হাই স্কুল মাঠে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।জানাযায় ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার, স্থানীয় কাউন্সিলর সাইফুর রহমান, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, সময় টিভির ব্যুরো চীফ বখতেয়ার ইসলাম মুন্না, ফেনী প্রেস ক্লাব একাংশের সভাপতি আবু তাহের ভূঁইয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাংবাদিক নুরুল করিম মজুমদারের ছেলে তারেক জানিয়েছেন, প্রায় ১৫ দিন আগে নুরুল করিম মজুমদারের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে প্রথমে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে তাকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়। কিন্তু তাতেও শ্বাসপ্রশাস স্বাভাবিক হয়নি।  রোববার সকালে অক্সিজেন লেভেল ৩৫ এ নামে যায় তার।  এ অবস্থায় তাকে গ্রিন লাইফ হাসপাতাল থেকে এনে ফেনী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে রাত ৮ টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়।  তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

নুরুল করিম ফেনী প্রেসক্লাবের একাধিকবার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া ফেনী সেন্ট্রাল হাই স্কুল কমিটির সভাপতি ছিলেন। সাংবাদিকতায় তিনি বাংলাদেশ টেলিভিশন, ডেইলি স্টার ও ইউএনবির ফেনী জেলা প্রতিনিধি ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!