ফেনীতে ভ্রাম্যমান আদালতের মাদক বিরোধী অভিযানে দুই ইয়াবা সেবন কারীকে এক বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে।বুধবার বিকালে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট নুরের জামান চৌধুরি মাদক বিরোধী অভিযানে বের হয়।এসময় ট্রাংক রোড শহীদ মিনারের পাশ থেকে দুই ইয়াবা সেবন কারীকে আটক করে। আটককৃতরা হচ্ছে চট্টগ্রাম পটিয়া উপজেলার সমর চৌধুরির ছেলে মো রুবেল চৌধুরি (২৯) ফেনী সদর উপজেলার আলোকদিয়া গ্রামের মো শাহাজানের ছেলে আরিফ শাহরিয়ার (২৭)। আটক দুজনকে ১ বছর করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। অভিযানে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ- পরিদর্শক টিপু সুলতান উপস্থিত ছিলেন।