বর্ণাঢ্য আয়োজনে ফেনী রিপোর্টার্স ইউনিটির দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে শহরের রাজাঝির দীঘির পাড়স্থ ইউনিটি কার্যালয়ে এ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল আমীন রিজভীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাঈন উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান, সিভিল সার্জন ডাঃ নিয়াতুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকরামুজ্জমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী বিএম’র সভাপতি ডাঃ সাহেদুল ইসলাম কাওসার, জেলা তথ্য অফিসার বেলায়েত হোসেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

এ সময় ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার,জেলা জজ আদালতের জিপি এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঞা,সহকারী পুলিশ সুপার ( সদর সার্কেল) আতোয়ার রহমান, ছাগলনাইয়া সার্কেল নিশান চাকমা, ফেনী মডেল থানার ওসি মোঃ আলমগীর হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুনেন চন্দ্র শীল, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আবছার আপন, জেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি হারুন উর রশিদ, ফেনী প্রেসক্লাবের (একাংশ) সভাপতি আসাদুজ্জামান দারা,সাধারণ সম্পাদক মাইনুল রাসেল, অপর অংশের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এন এন জীবন, ফেনী পৌর কাউন্সিলর সাইফুর রহমান সাইফু, হারুনুর রশিদ, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি পারভেজুল ইসলাম হাজারী, ফেনী জজ আদালতের এডভোকেট এম শাহজাহান সাজু, জুয়েলারী সমিতির সভাপতি ইসমাইল হোসেন খোকনসহ জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।এর আগে র্যালী বের করা হয়।



