ফুলগাজী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে জ্বীন তাড়ানোর নামে মনির আহমদ মজুমদার(৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দক্ষিণ তারালিয়া গ্রামে নিহতের শশুর বাড়িতে এঘটনা ঘটে।হত্যার অভিযোগে পুলিশ জ্বীন হুজুর শহীদ উল্লাহ(৫৫)কে আটক করেছে।
মনির পরশুরাম উপজেলার উত্তর গুথুমা গ্রামের বাসীন্দা।
নিহতের শ্যালক মোহাম্মদ আলী জানান, তাঁর ভগ্নীপতি মনির আহম্মদ দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে অসুস্থ ছিলেন।গত দুদিন আগে তাকে ফেনী সদর হাসপাতালে ভতি করা হয়।বুধবার রাতে হাসপাতাল থেকে দক্ষিণ তারালিয়া গ্রামে আমাদের (শশুরবাড়িতে) নিয়ে আসার পরে জিএমহাট ইউনিয়নের উত্তর শ্রী চন্দ্রপুর গ্রামের জ্বীন হুজুর সহিদ উল্লাহর শরণাপন্ন হই।
হুজুর তাঁর ভগ্নীপতিকে ঘরের খুঁটির সাথে দড়ি দিয়ে শক্ত ভাবে বেঁধে নাকের ভিতরে পোঁড়া মরিচ ও গরম সরিষার তৈল ঢুকে দেন ও গাছের ডাল দিয়ে বেদমভাবে পিটিয়ে আহত করেন।পরে স্হানীয়রা আহত অবস্থায় মনিরকে উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে তার শ্যালক জানান।
এসময় জ্বীন হুজুর পালিয়ে যেতে চাইলে স্হানীয়রা তাকে আটক করে।খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ সহিদ উল্লাহকে আটক করে থানায় নিয়ে যায়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহতের শরীরের ডানহাতে, বুকে,পিঠে ও যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এব্যপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
(ছবিতে নিহত মনির ও জ্বীন হুজুর সহিদ উল্লাহ)