ফেনী
বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৭
, ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

ফেনী রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি রিজভী ও সম্পাদক মাঈন উদ্দিন

প্রেস বিজ্ঞপ্তি: ফেনীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যকরী পরিষদ নির্বাচন-২০১৯ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সাপ্তাহিক নীহারিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরিফুল আমিন রিজভী ও সাধারণ সম্পাদক পদে দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মো:মাঈন উদ্দিন নির্বাচিত হন।

এছাড়া সহ-সভাপতি পদে দৈনিক নয়াপয়গাম সম্পাদক মো:এনামুল হক পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক পদে মোহনা টেলিভিশনের ফেনী প্রতিনিধি দিদারুল আলম, কোষাধ্যক্ষ পদে দৈনিক ইনকিলাবের ফেনী প্রতিনিধি মো: ওমর ফারুক, দপ্তর সম্পাদক পদে দৈনিক স্টার লাইনের স্টাফ রিপোর্টার ও ফেনীর কথা ডটকম সম্পাদক মাঈন উদ্দিন পাটোয়ারী, প্রচার সম্পাদক পদে দৈনিক বনিক বার্তার ফেনী প্রতিনিধি নুর উল্লাহ কায়সার এবং নির্বাহী পরিষদ সদস্য পদে সাপ্তাহিক নির্ভীক সম্পাদক জাফর সেলিম নির্বাচিত হন।
বৃহস্পতিবার রাত ৯ টায় মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে একাধিক প্রার্থী না থাকায় গঠিত নির্বাচন কমিশন তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!