ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:২৯
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ফেনীতে মোবিল নকলকারীর ১ লক্ষ টাকা জরিমানা

শহর প্রতিনিধি: ফেনীতে বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এসময় একাডেমী রোডের গুদাম কোয়ার্টারের একটি একতলা বাড়ির নিচে গিয়ে বাইরে থেকে তালা দেখতে পায় আদালত।তালা খুলে দেখা যায় ভেতরে দিব্যি চলছে নামি দামি বিদেশী সুপার ভি, টোটাল , এক্সন, মোবিল স্পেশাল ইত্যাদি ইঞ্জিন ওয়েলের বোতলজাতকরণ।অথচ বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে এই ঘটনা চলছে।

ভেজালের মূল হোতা মানিক বণিক জানান,খোলা মোবিল ১শ ২৬ টাকা প্রতি লিটারে কিনে ২শ ২০ টাকা লিটারে পাইকারি বিক্রি করেন। এসব ব্রান্ডের ইঞ্জিন ওয়েলের বাজার মূল্য লিটারে গড়ে ৩শ ৫০ টাকা।সাম্প্রতিক সময়ে নকল মোবিলের বিরুদ্ধে অভিযানের কারণে এই কৌশল অবলম্বন করেন বলে তিনি জানান। অসতর্ক ভোক্তারা ব্রান্ড মনে করে এসব খোলা ও ভেজাল ইঞ্জিন ওয়েল ব্যবহার করে ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হচ্ছে ভোক্তারা।আদালত মানিক বণিক (৪২) কে ১ লক্ষ) টাকা অর্থদন্ডে দন্ডিত করে।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!