ফেনী
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:৪৫
, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফেনীতে সপ্তাহব্যাপী বই মেলা শুরু

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেনীতে সপ্তাহব্যাপী বই মেলা শুরু হয়েছে।বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের আয়োজনে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে মেলাটির উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী জজ কোর্টের পিপি এডভোকেট হাফেজ আহম্মদ, জিপি এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত।

মেলাটি শহরের রাজাঝির দিঘী মাঠে ২১ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাত ৮টায় শেষ হবে।

মেলায় ২৮টি স্টল থাকবে। এর মধ্যে ২০টি স্টল বইয়ের। এছাড়া একটি করে ইসলামিক ফাউন্ডেশন, জেলা শিশু একাডেমি, খাবার ও পাঁচটি কুটির শিল্পের স্টল থাকবে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!