ফেনী
শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৬
, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

মহাসড়কে যানজটে দূর্ভোগ চরমে

সদর প্রতিনিধি: ফেনী শহরের ফতেহপুরে রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজকে ঘিরে সৃষ্ট যানজটে দূর্ভোগ চরমে উঠেছে। থেমে থেমে কিছু গাড়ী চললেও গতিহীন হয়ে পড়েছে দেশের অর্থনৈতিক লাইফ লাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ওভারপাসের উভয়পাশে হাজার হাজার যানবাহন আটকে আছে ঘন্টার পর ঘন্টা। যানজট ছড়িয়ে পড়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে চট্টগ্রামের সীতাকুন্ড পর্যন্ত। মাঝে মাঝে এ সীমাও ছাড়িয়ে যায়।

সরেজমিন পরিদর্শন ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টায় চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন কাভার্ডভ্যান চালক রানা। শনিবার বিকাল ৩টায় তার গাড়ি ফতেহপুর পৌছে। রানা জানান, ফতেহপুরের এ যানজট চট্টগ্রামের অলংকার পৌছেছে। তিন ঘন্টার পথ থেমে থেমে গত দু’দিনে ফতেহপুর পৌছেছি।
শুক্রবার রাতে কক্সবাজার থেকে ফেনীর উদ্দেশ্যে ছেড়ে আসা স্টার লাইন পরিবহন শনিবার রাত সাড়ে ৮টায় পৌছেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ওই পরিবহনের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন জানান, শনিবার ভোর ৬টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গাড়ী রাত ৯টা পর্যন্তও ফেনী পৌছেনি। এমন পরিস্থিতিতে তারা ওই রুটে সার্ভিস স্থগিত করতে বাধ্য হয়েছেন বলে জানান।চট্টগ্রামমুখী কভার্ডভ্যান চালকরাও জানান একইচিত্র। যানজট কুমিল্লার সুয়াগাজী পর্যন্ত পৌছেছে।
অপরদিকে ফেনীস্থ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জাহিদ হোসেন জানান, চলতি সপ্তাহের মধ্যে নির্মাণাধীন ওভারপাসের একটি লেন খুলে দেয়া হবে।
জানতে চাইলে জেলা প্রশাসক মনোজ কুমার রায় বলেন, ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মহোদয়ের ঘোষনা অনুযায়ী ১৫ মে একটি লেন চালু করতে জোর চালাচ্ছে সংশ্লিষ্টরা। তবে গত ক’দিনের অতিবর্ষণে নির্মাণ কাজ কিছুটা ব্যাহত হয়।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা ট্রাফিক ইন্সপেক্টর মীর গোলাম ফারুক বলেন, ভয়াবহ এ যানজট পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ সদস্যরা রীতিমত হিমশিম খাচ্ছেন। আমরা সব সময় রাস্তায় টহলে আছি। যে অংশে গাড়ি চলছে না, সেখানে নিরাপত্তায় পুলিশ নিয়োজিত রয়েছে।মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্র জানিয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!