ফেনীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটি কার্যকরী পরিষদ ২০২০ এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।শনিবার রাতে ইউনিটি দপ্তরে তফসিল ঘোষণা করে তা নোটিশ বোর্ডে আটকিয়ে দেন নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী জানা গেছে, ৬ ডিসেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ,৭ ডিসেম্বর প্রার্থী মনোনয়নপত্র বিতরণ, ৯ ডিসেম্বর দাখিল,১০ ডিসেম্বর বাছাই,১২ ডিসেম্বর প্রত্যাহার, ১৩ ডিসেম্বর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ১৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।নির্বাচনী কার্যক্রম প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন বিজ্ঞ আইনজীবী এম শাহজাহান সাজু।নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন শিক্ষাবিদ গনেশ চন্দ্র ভৌমিক ও তৌহিদুল ইসলাম তুহিন।



