ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৪
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

হলুদ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করুন

ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, আমি পৌর মেয়র থাকাকালীন ফেনী রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু হয়েছে। ওই সময় থেকে আমার বিবেক দিয়ে সাংবাদিকদের সহযোগিতা করে আসছি। যাতে করে তাদের পত্র পত্রিকার মাধ্যমে ফেনীবাসির কল্যানে সমস্যাগুলো জাতির কাছে ও প্রশাসনের কাছে তুলে ধরতে পারে। কিন্তু এ সহযোগিতা শেষ নয়। এটি অব্যাহত থাকবে। এ সময় তিনি আরও বলেন, ফেনীতে সাপ্তাহিক ও দৈনিকসহ ৬০টির ও বেশি পত্রিকা রয়েছে। যা বাংলাদেশের কোন জেলায় নেই। আরও কয়েকটি পত্রিকা পক্রিয়াধীন রয়েছে। এর জন্য তদবির করতে আমার কাছেও এসেছে সংশ্লিটরা। কিন্তু এসব পত্রিকার মাধ্যমে সাধারণ মানুষকে বিব্রত করা হয়। কিছু অপ-সাংবাদিক রয়েছে, তারা পুলিশ ও প্রশাসনসহ বিভিন্ন জায়গায় গিয়েও সমস্যা করে এবং যাদের সাংবাদিকতার কিছুই নেই, তারা একটি কার্ড নিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে প্রশাসনিক কাজে ব্যাঘাত সৃষ্টি করে। এছাড়া সুনামধন্য ব্যক্তিদের হেয় প্রতিপন্ন করে। তাই এসব অপ-সাংবাদিকদের নিয়ন্ত্রণ করে ফেনীর মানুষের নিকট সাংবাদিকদের সুনাম উজ্জ্বল করতে পেশাদার সাংবাদিক ও রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান এমপি নিজাম হাজারী।সোমবার রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!